শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নারীর

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড বাঁশপট্টি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় নুরজাহান বেগম (৬১) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি চিকিৎসার জন্য ঢাকায় ছেলের বাড়িতে এসেছিলেন। রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। 

[৩] শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার মজিদ আলী মোল্লার কান্দি গ্রামের মৃত আশরাফ আলী'র স্ত্রী নুরজাহান। 

[৪] যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, অত্র থানাধীন বাঁশ পট্টি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান। তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

[৫] তিনি আরও বলেন, নিহতের প্রথমে পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় পেয়ে পরিবারের লোকজনকে সংবাদ দেয়া হয়। 

[৬] নিহতের ছেলে চন্নু মিয়া সর্দার জানান, তার মা গ্রামের বাড়ি থাকতেন। সেখানে ব্রেইন স্টোক করেন। পরে মাকে গ্রামের বাড়ি থেকে  আমার বাসায় চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ বন্দর জন্ডিস গলিতে নিয়ে আসি। সেখানে রেখে তাকে চিকিৎসা করাচ্ছিলাম। তিনি বলেন, ব্রেইনের সমস্যা কারনে তিনি অনেকটা এব-নরমাল (অস্বাভাবিক) ছিলেন। পথ-ঘাট চিনতে পারতেন না।

[৭] গত এক দিন আগে তিনি বাসা থেকে বেড় হয়ে নিখোঁজ হয়ে যান। তাকে আর পাচ্ছিলাম না। অনেক খোজাখুজি করি, এলাকায় মাইকিং করা হয়। পরে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে থানায় গিয়ে শনাক্ত করি।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়