শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে পুলিশসহ গুরুতর আহত ৬

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): [২] রাউজানে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৩ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

[৩] আহতদের মধ্যে মাসুম নামে এক পুলিশ সদস্য, সিএনজি চালক রাব্বি, অটোরিকশা যাত্রী মোতালেব ও দুই বছরের এক শিশুর রয়েছে বলে জানা গেছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলিল নগরের দিক আসা রানীরহাটমুখী ময়দাবাহী একটি ট্রাক উল্টো পথে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যাত্রী ও চালকরা আটকা পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

[৫] রাউজান থানার উপ-পরিদর্শক আজিজুল হাকিম বলেন, ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৬ যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়