মুযনিবীন নাইম: [২] রাজধানীর শাহবাগ থানার মোতালেব প্লাজার আবাসিক ভবনের ৮ তলা থেকে নিচে পড়ে গিয়ে নাজমা (১৬) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
[৩] শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। শনিবার ভোররাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
[৪] তাকে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্ত্রী ডা. রাশেদা জামান বলেন, আমি মোতালেব প্লাজার আবাসিক অংশের ব্লক-বি, ফ্ল্যাট নং-৮১৩ তে পরিবার নিয়ে বসবাস করি। গতরাতে সাড়ে ১১টার দিকে আমরা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়েছিলাম। তখন আমাদের সিকিউরিটি গার্ড জানায়, আপনাদের ফ্ল্যাট থেকে কাজের মেয়ে লাফ দিয়ে নাকি পাশের ভবনের পাঁচ তলার ছাদে পড়ে আছে। তখন আমি সেখানে গিয়ে দেখি তার মুখমণ্ডল এবং পা রক্তাক্ত জখম হয়ে পড়ে আছে সে। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
[৫] শাহবাগ থানার এসআই আব্দুল মোনায়েম বলেন, আমরা ওই বাসার গৃহকর্ত্রীর সাথে কথা বলে জানতে পেরেছি ৭-৮ মাস হলো সে কাজে এসেছে। গতকাল রাত আটটার দিকে সে গ্রামের বাড়িতে যেতে চায়। কিন্তু গৃহকর্ত্রী জানান, রাতে তাকে যেতে দেওয়া যাবে না। পরে রাতে সে আটতলার জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করার সময় অসাবধানতাবশত পাশের বাসার পাঁচতলার ওপর পড়ে গুরুতর আহত হয়।
[৬] তিনি আরও বলেন, ওই গৃহকর্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক। তিনি যে বাসায় ভাড়া থাকেন সেটি একটি বিচারপতির বাসা। নিহত গৃহকর্মীর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। সে অসাবধানতাবশত পড়ে গেছে নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। সম্পাদনা: তারিক আল বান্না
এমএন/টিএবি/এনএইচ