সাজিয়া আক্তার: হবিগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। সূত্র: ইত্তেফাক
রোববার (৪ জুন) সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার দাস বলেন, ঢাকাগামী মডার্ন পরিবহনের একটি বাসের সঙ্গে হবিগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, সকালের দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।