শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৯:৫৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৯:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় চালকসহ নিহত ২

মাসুদ আলম: রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. মিরাজ মিয়া (২৫) ও বাসচালক মো. সেলিম।

যাত্রাবাড়ী থানার এসআই মো. তুহিন জানান, শুক্রবার ভোর পাঁচটায়  যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় বাসের ধাক্কায় মিরাজ মিয়া গুরুতর আহত হন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক বাস ও চালককে সিসি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে যাত্রাবাড়ীতে হাসেম রোড এলাকায় ঠিকানা পরিবহন বাসের ধাক্কায় মো. সেলিম (২৬) নামে এক বাসচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহতের বন্ধু রাজিব জানান, সেলিম সময় পরিবহন গাড়ির চালক ছিলেন। রাত ২টায় গাড়ি রেখে সেলিম ও তার হেল্পার রিকশায় বাসায় যাওয়ার সময় পেছন থেকে ঠিকানা পরিবহন সজোরে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা তারা দুজন ছিটকে পড়ে যায়। হেল্পার সামান্য আহত হলেও সেলিম গুরুতর আহত হয়। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। শনিআখড়া এলাকায় থাকতেন। এ ঘটনায় পুলিশ গাড়ির চালককে আটক করে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএ/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়