এম এম লিংকন: রাজধানীর শ্যামলীতে রূপায়ন শেলফোর্ড ভবনের আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটি থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ২০ তলা ওই ভবনটির ৭ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনের ১৯ তলা থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। ৪ নারীসহ মোট ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
ভবনটিতে মোহাম্মদপুর থানা নির্বাচন অফিসারের কার্যালয় ছাড়াও বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব