মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীর গাড়ির ধাক্কায় গোলাম রসুল (৫২) নামের এক প্রশিক্ষক নিহত হয়েছে। নিহত গোলাম রসুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর গ্রামের আলাউদ্দীন মন্ডলের ছেলে।
সোমবার বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি’র ভেতরে প্রশিক্ষণ চলাকালে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ও নিহতের স্বজনরা জানান, সোমবার বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি’র ভেতরে গাড়ি চালানো প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করছিলেন প্রশিক্ষক গোলাম রসুল।
এ সময় গাড়ির চালকের আসনে থাকা এক প্রশিক্ষণার্থী নিয়ন্ত্রণ হারিয়ে গোলাম রসুলকে চাপা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত গোলাম রসুলের মরদেহ জেলা হাসপাতাল মর্গে রাখা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি সাজ্জাদ। সম্পাদনা: নাহিদ হাসান
প্রতিনিধি/এনএইচ