হারুন-অর-রশীদ, ফরিদপুর: ভাঙ্গা উপজেলায় রাজবাড়ী এক্সপ্রেস নামক একটি ট্রেনে কাটা পড়ে শাহিদা বেগম (৫৩) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।
রোববার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হামিরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিদা হামিরদী এলাকার কাঞ্চন মোল্যার স্ত্রী বলে জানা যায়।
নিহতের স্বামী কাঞ্চন মোল্যা জানান, তার স্ত্রী শাহিদা বেগম শ্রবণশক্তিহীন ও মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত ছিলেন। রোববার সকালে ঘুম থেকে উঠার পর সে বাড়ি ছেড়ে বেড়িয়ে যান। কিছু সময় পড়ে গ্রামের লোকজন চিৎকার করতে থাকে একজন মহিলা ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। গ্রামের মানুষের মুখে এমন খবর শোনার পরে রেল লাইনের ধারে গিয়ে দেখি আমার স্ত্রীর মরদেহ পড়ে আছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত শাহিদা বেগম নিঃসন্তান ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনেরা।
এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহত শাহিদা বেগম একজন শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। তাই রেললাইন পাড় হতে গেয়ে তিনি কাটা পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/একে