শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষ, আহত ৪

দুর্ঘটনা কবলিত বাস

মো. অমিত খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ): বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে কাভার্ডব্যানের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের দুই নারীসহ ৪ জন আহত হয়েছে। 

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি সেনানিবাস সংলগ্ন ওজন মাপার স্কেল টোলের সামনে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাঙ্গা নাজিরপুরের মজিবর মাতবরের স্ত্রী জাহানারা বেগম (৬০), শরীয়তপুরের কদম আলীর স্ত্রী ফুলমালা বেগমসহ (৫৫) আহত ৪ যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। 

স্থানীয়রা জানায়, দোগাছি এলাকায় মহাসড়কে ওজন মাপার স্কেল টোলের সামনে মাওয়াগামী একটি অজ্ঞাত কাভার্ড ভ্যানের পিছনে ইলিশ পরিবহণের যাত্রীবাহী বাস সজরে ধাক্কা দেয়। এতে বাসের দুই নারী যাত্রীসহ ৪ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় বাসটির সামন দিকটা দুমড়ে মুচড়ে যায়। 

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ২ নারীর অবস্থা গুরুতর। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকা জানান, গুরুতর দুজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে (নিটোর) রেফার্ড করা হয়েছে। 

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানা ওসি মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়