মোস্তাফিজুর রহমান: রাজধানীর উত্তর বাড্ডায় একটি ৭ তলা ভবনের ছাদে গাছে পানি দিতে গিয়ে নিচে পড়ে মো. তাসিন (১৭) যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকাল ৯টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, গুরতর আহত অবস্থায় মো. তাসিনকে উদ্ধার করে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
মৃতের খালু মো. সাঈদ বলেন, তাসিন একটি অনলইনে কসমেটিকস ব্যবসায়ীর ডেলিভারি ম্যান হিসাবে কাজ করতো। উত্তর বাড্ডা গুপিপাড়া একটি সপ্তম তলা ভবনে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। সকালে ঐ ভবনের ছাদের উপরে গাছে পানি দিতে গিয়ে অসাবধানতাবসত নিচে পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাবুল মিয়া ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।
এমআর/এইচএ