রওশন হাবিব , গাইবান্ধা: জেলার চিনি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকের মৃত্যু হয়েছে। রোববার রাতে গাইবান্ধার নাকাইহাট সড়কের জুগিপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি গাইবান্ধার ব্যবসায়ী নিতাই বাবুর দোকানের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে চালক আলামিন ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনায় বেঁচে যান হেলপার মাহাবুর। আলামিনের বাড়ি গাজীপুর কাপাসিয়া উপজেলার দর্শনারায়ণপুর গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকে চিনির বস্তা থাকায় ট্রাকটি উদ্ধার না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। সোমবাার সকালে চিনিসহ ট্রাকটি উদ্ধার করা হয়। সম্পাদনা : ইস্রাফিল ফকির
প্রতিনিধি/জেএ