আখিরুজ্জামান সোহান: রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আজ সকাল ৬টা ৪৭ মিনিটে আমরা মহাখালী সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায়। সকাল সাড়ে ৮টার দিকে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে। এখন উদ্ধারকাজ চলছে।
এর আগে সোমবার (২৭ মার্চ) সকালে সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।
এদিকে, রোববার (২৬ মার্চ) রাত ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর কাপ্তানবাজারে জয়কালী মন্দিরের সুইপার কলোনিতে আগুন লাগে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত চারজন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এএস/এইচএ