মাসুদ আলম: রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চালকের সহকারী সাদ্দাম হোসেন তালুকদারের (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় হিমেল নামে একজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর পাঁচটায় রাজধানীর মুগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুগদা থানার এসআই মুবায়দুল ইসলাম বলেন, ট্রাকটি বসুন্ধরা এলাকায় মালামাল নামিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথে মুগদা এলাকার বেস্ট ইস্টার্ন সিএনজি ফিলিং স্টেশনে আসে গ্যাস নেওয়ার জন্য। গ্যাস ভরার সময় চালকের সহকারী সাদ্দাম হোসেন ট্রাকের পাশেই ছিলেন।
এ সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হলে তিনি সেখানেই মারা যান। খানিকটা দূরে থাকা আরেক ট্রাকশ্রমিক হিমেল গুরুতর আহত হন। চালক মো. ফিরেজ পালিয়ে গেছেন। হিমেলকে প্রথমে মুগদা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতির অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাকের সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ কি না, তা তদন্ত করে দেখা হবে।
সাদ্দামের চাচাতো ভাই মামুন তালুকদার বলেন, সাদ্দাম হোসেনের বাড়ি শরীয়তপুরে। সাদ্দাম দুই ভাইয়ের মধ্যে ছোট। ৩ বছর ধরে ঢাকায় এসে ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করছিলেন। থাকতেন মীর হাজারীবাগ এলাকার একটি মেসে।
এমএ/এএ