মোস্তাফিজুর রহমান: রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে সড়ক দুর্ঘটনা সানোয়ার হোসেন (২৬) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০২ ওয়ার্ডে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি জানিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশের এ এসআই মো. মাসুদ মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
তিনি আরো বলেন মৃতের পকেটে থাকা জন্মসনদ পত্র থেকে জানা যায় মৃতের নাম সানোয়ার হোসেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশিয়া গ্রামের তার বাবার নাম আক্কাস আলী।
হাসপাতালে নিয়ে আস দেওয়া পরিবহনের স্টাফ জাহিদ হোসেনে বলেন বাস নিয়ে যাওয়ার সময় আজিমপুর বাস স্ট্যান্ডে গার্লস স্কুলের পশ্চিম পাশে রাস্তায় ফুটপাতে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখি সে সময় তিনি দুই একটি কথাও বলছিলেন তার নাম সানোয়ার।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কোন যানবাহনের ধাক্কায় তিনি দুর্ঘটনার স্বীকার হয়েছে এ বিষয়ে তিনি বলতে পারেনি। মৃত ব্যক্তি পরিবহন শ্রমিক বলে জানা গেছে।
এমআর/এসএ