নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে গেছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ অন্যান্যরা। তবে এ ঘটনায় কেউই গুরুতর আহত হননি। ফুটবল একাডেমির হয়ে খেলতে ব্যারিস্টার সুমন মুন্সিগঞ্জে গিয়েছিলেন। যমুনা টিভি, জাগো নিউজ২৪
রোববার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
এ সময় খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। তিনি বলেন, সোনারং উচ্চ বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ মুন্সিগঞ্জের কোথাও আমাদের জায়গা হয়নি। আপনারাই আমাদেরকে জায়গা দিয়েছেন। খেলা ছিল স্টেডিয়ামে… এই পর্যন্ত বলতেই হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে সোনারং উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। খেলা শেষে মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় উৎসুক জনতার একাংশ মঞ্চে উঠে গেলে মঞ্চটি ভেঙে পড়ে যান তিনি।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, মঞ্চটি দুর্বল ছিল। অতিরিক্ত মানুষের ভারে মঞ্চটি ধসে পড়ে।
এনএইচ