শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৪৫ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গুনিয়া সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু 

ওবাদুল হক জাহেদ

আশিক এলাহী, রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পিকআপ এর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ওবাদুল হক জাহেদ নামে এক ছাত্রলীগ নেতার (২৫)। তিনি রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

রোববার (৩০ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদ একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাপলেজা পাড়া এলাকার আমিনুল হকের ছেলে।

নিহত জাহেদের বন্ধু রাইসুল ইসলাম মুন্না জানায়, বাড়ি ফেরার পথে পদুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাছভর্তি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১ টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। জাহেদ পরিবারের ২ ভাই ও ১ বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলাম জানান, পিকআপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহত জাহেদের মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে গেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলা হয়নি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়