শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:০৬ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সুপারিগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠু শেখ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে উপজেলা পান্টি ইউনিয়নে পীতাম্বর বশীগ্রামের স্কুলপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। মিঠু ওই এলাকার দিনমজুর শহিদ শেখের ছেলে ও ডাঁসা উল উলুম আলী দাখিল  মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদ্রাসাছাত্র মিঠু আজ দুপুরে  ব্রাজিলের পতাকা টাঙাতে  সুপারি গাছে উঠেছিল। এই সময় পাশে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে সে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এই সময় তার পা পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মিঠু শেখ নামে ওই মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

 কুমারখালী থানার (ওসি)  মহসিন হোসেন বলেন, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণীতে পড়ুয়া মিঠু নামে ওই মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়