শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০২:৫৯ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলিস্তানে বিআরটিসি দ্বিতল বাসের ধাক্কায় নারীর মৃত্যু

বিআরটিসি দ্বিতল বাস

মোস্তাফিজুর রহমান: রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তানে দ্বিতল বাসের ধাক্কায় হাসিনা বেগম (৪৮) নামের নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২অক্টোবর) দুপুর বারোটায় গুলিস্তান লেভেল ক্রসিং ব্রিজের নিচে এ দুর্ঘটনাটি ঘটে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন তিনি বলেন, রাস্তা পারাপারের সময় বিআরটিসি দুই তলা বাসের ধাক্কায় রাস্তায় রাস্তার ছিটকে পড়ে আহত হয়। হয় পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের খালাতো ভাই শহিদুল্লাহ জানান, হাসিনা মাজার ভক্ত সে মোতালেব শাহ্ (মামার মাজার নাম) গেন্ডারিয়া ওই মাজারে সে থাকে। আজ তার লালন শাহ মাজারে যাওয়ার কথা ছিল। গেন্ডারিয়া থেকে গুলিস্তানে রাস্তা পারাপারের সময় দ্বিতল বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহিদুল্লাহ আরো বলেন, তার কোনো সন্তানাদি নেই। সে একাকী মাজারে মাজারে জীবন যাপন করছেন। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরে। সম্পাদনা: এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়