শিরোনাম
◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান ◈ নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র? ◈ ১০০ বছর বড় কম্পন নেই—আজকের ভূমিকম্প বড় বিপদের ইঙ্গিত, বলছেন বিশেষজ্ঞরা ◈ বাংলাদেশ ম্যাচের আগে জার্মানিকে উড়িয়ে দিলো থাইল্যান্ড  ◈ আয়ারল‌্যান্ডের বিরু‌দ্ধে বিশাল লিড নেওয়ার পথে বাংলাদেশ  ◈ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত করলেন বিচারক ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০২:৪১ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানী ঢাকায় অনুভূত ভূমিকম্পের ভয়াবহ সব চিত্র! (ভিডিও)

রাজধানী ঢাকায় ভয়াবহ ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। যার উৎপত্তিস্থল ঢাকার অদূরে নরসিংদীর ঘোড়াশাল এলাকার কাছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে মারাত্মক এই ভূমিকম্প হয়। রাজধানীতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এরই মধ্যে বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এর মাত্রা ছিল ৫.৭ রিখটার স্কেল। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প। 

রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় একটি বহুতল ভবন পাশের আরেকটি ভবনের গায়ে হেলে পড়েছে। হেলে পড়া ভবনের লিটফ ছিঁড়ে পড়ে গেছে বলেও জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। বাড্ডায় বেশিরভাগ ভবনে ফাটল ধরেছে।

রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বহুতল ভবন পাশের অপর একটি ভবনের গায়ে হেলে পড়েছে। মধুবাগ এলাকায় সেই ভবন হেলে পড়লেও সেখান থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল বলে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোরে ভূমিকম্পে একটি ভবনে দুই দেয়ালের সংযোগস্থলে ফাটল দেখা দিয়েছে। রাজধানীর মিরপুরের ১০ নম্বরের কাছাকাছি একটি এলাকায় আরেকটি ভবন হেলে পড়েছে বলে জানা গেছে। তবে এই ভবনের বাসিন্দারা অক্ষত আছেন বলে জানা গেছে।

রাজধানীর নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় বহুতল ভবন হেলে পড়েছে। এখানেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাজধানীর নিকুঞ্জে আরেকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। তবে এখানেও বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি। এই ভবনের গায়ে একাধিক ফাটল দেখা গেছে। এ ছাড়া রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগের একটি ভবন হেলে পড়েছে বলে জানা গেছে।

এ ছাড়া রাজধানীর শেওড়াপাড়ায়ও একটি ভবন হেলে পড়েছে বলে জানা গেছ। তবে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

এদিকে রাজধানীর বংশালের কসাইটুলিতে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেনে। বিষয়টি নিশ্চিত করেছে বংশাল থানা পুলিশ।

অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়