শিরোনাম
◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান ◈ নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র? ◈ ১০০ বছর বড় কম্পন নেই—আজকের ভূমিকম্প বড় বিপদের ইঙ্গিত, বলছেন বিশেষজ্ঞরা ◈ বাংলাদেশ ম্যাচের আগে জার্মানিকে উড়িয়ে দিলো থাইল্যান্ড  ◈ আয়ারল‌্যান্ডের বিরু‌দ্ধে বিশাল লিড নেওয়ার পথে বাংলাদেশ  ◈ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত করলেন বিচারক

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১২:৫০ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্প সবাই কেন সমানভাবে টের পায় না?

বিবিসি বাংলা: ভূমিকম্প হলে সবাই একইভাবে ঝাঁকুনি টের পায় না। কেউ খুব স্পষ্টভাবে বুঝতে পারে, কেউ আবার একদমই অনুভব করে না। এই পার্থক্যের কারণ ব্যাখ্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাখাওয়াত হোসেন।

তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘আপনি কত তলায় আছেন, তার ওপর এটি নির্ভর করছে। আপনি যত উপরের দিকে থাকবেন, আপনার ঝাঁকুনিটা অনুভব করার সম্ভাবনা তত বেশি। যত নিচে থাকবেন, এটি অনুভব করার সম্ভাবনা তত কম।’

তিনি আরও বলেন, ‘কিছু কিছু মানুষ গতি খুব ভালো অনুভব করতে পারে।’ তাই একেকজনের সংবেদনশীলতার ওপরও বিষয়টি নির্ভর করে। অনেকে খুব দ্রুত নড়াচড়া বোঝে না। অনেকে আবার সামান্য কাঁপুনিও বুঝে ফেলেন।

শাখাওয়াত হোসেন আরও জানান, কেউ ভূমিকম্প টের পাবে কি না, সেটি তার অবস্থার ওপরও নির্ভর করে। তিনি বলেন, ‘আজ যিনি বিশ্রাম নিচ্ছিলেন তার ভূমিকম্প টের পাওয়ার সম্ভাবনা বেশি। কেউ যদি চলাচলের মাঝে থাকে, তার টের পাওয়ার সম্ভাবনা কম। যিনি রান্না করছেন বা দৌঁড়াচ্ছেন তিনি টের না পেলেও যিনি চুপচাপ টেবিলে বসে কাজ করছেন, তার টের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।’

এমন দৃশ্য অতীতে দেখা গেছে। তবে আজকের ৫.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার অদূরেই হওয়ার কারণে এই কম্পন নাড়িয়ে দিয়ে গেছে প্রায় সবাইকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি স্ক্রলেই এর সপক্ষে সাক্ষ্য মিলছে এখন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়