শিরোনাম
◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ১৭ আগস্ট স্প‌্যা‌নিশ লা লিগা শুরু, প্রথম দি‌নেই পৃথক ম‌্যা‌চে  রিয়াল ও বা‌র্সেলোনা মা‌ঠে নাম‌বে ◈ পাহাড়ে নতুন এক বাংলাদেশ! দুই-তিনদিনের পথ এখন পাড়ি দিচ্ছে মাত্র কয়েক ঘণ্টায়

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৮ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগ মোড়ে ব্যাটারি চালিত রিক্সার নিচে চাপা পড়ে নারীর মৃত্যু

মোস্তাফিজ : শাহবাগ মোড়ে চার বছর বয়সী মেয়েকে বাঁচাতে গিয়ে ব্যাটারি চালিত রিক্সার নিচে চাপা পড়ে তানিয়া বেগম (৩০) গৃহিণীর মৃত্যু হয়েছে।  মৃতার মেয়ের শিশুটির নাম তাসফিয়া(৪)। সোমবার দুপুর দুইটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। 

গুরুতর আহত অবস্থায় পথচারী আরিফুল ইসলাম সহ কয়েকজন তানিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক সোমবার রাত সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতার  স্বামী হাসিবুর রহমান ও  স্বামীর চাচাএস এম এ কাইয়ুম বলেন, তানিয়ার স্বামী পিজি হাসপাতালের অফিস সহায়ক। আজিমপুরের ভাড়া বাসা থেকে দুপুরে তানিয়া তার ছোট মেয়ে তাসফিয়াকে নিয়ে পিজি হাসপাতালের মোড়ে আসছিলেন। 

সে সময় শাহবাগ মোরে মা ও মেয়ে দাঁড়িয়েছিল সেখানে দ্রুতগতির একটি ব্যাটারি চালিত রিকশা আসতে থাকে সে সময় তানিয়া মেয়ে তাসফিয়াকে সরাতেই ওই রিক্সাটি তার উপর দিয়ে চালিয়ে দেয় এতে ওই রিক্সার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তানিয়া। 

পরে সেখান থেকে তাকে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসে ভর্তি করান সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ মোঃ ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃতা তানিয়া বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার কাহালপুর গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী। তার বাবার নাম স্কেনদার সরকার।  বর্তমানে আজিমপুরে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে দুই মেয়ের জননী ছিলেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়