শিরোনাম
◈ সংসদ নির্বাচনে তোড়জোড়, প্রার্থীদের তথ্য সংগ্রহ শুরু ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক এখনও চূড়ান্ত নয়, আলোচনার মাধ্যমে সমাধানের আশা: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন ◈ চিলমারীতে রাজনৈতিক অস্থিরতা, পুলিশি টহল জোরদার ◈ "টিকিট চাইতেই ক্ষুব্ধ বখাটেরা: আরডিএ পার্কে আনসার সদস্যকে বেধড়ক মারধর" ◈ টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে গিয়ে টাকা লুটের অভিযোগ, ৩ কর্মকর্তা বরখাস্ত ◈ কুমিল্লা মেডিকেল কলেজে ৭১টি শিক্ষক পদ শূন্য: শিক্ষার মান নিয়ে উদ্বেগ ◈ ফরিদপুরে গরু চুরির আতঙ্কে সালথা উপজেলা বাসী! ◈ চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শঙ্কা ◈ টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা ◈ সরিষাবাড়ীতে চরাঞ্চলে মিষ্টি আলুর বাম্পার ফলন : ভালো দাম পাওয়ায় খুশি কৃষক

প্রকাশিত : ১২ জুন, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুল করে অজগর ভেবে ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল ওঝা লালচাঁদের, সময়মতো ভ্যাকসিন না পাওয়াই কাল

প্রায় ৩৫ বছর ধরে গ্রামে ঘুরে ঘুরে সাপ ধরেন সাপুড়ে লালচাঁদ কর্মকার। মঙ্গলবার সকালে সাপ ধরতে গিয়েছিলেন সাগরতীরের পাথরঘাটার নাচনাপারা গ্রামে। সাপুড়ে লাল চাঁদ বিষধর সাপকে ভেবেছিলেন অজগরের বাচ্চা। তাই সাপ ধরতে গিয়ে সতর্কতার বিষয়টি তেমন একটা পাত্তা দেননি।

তবে সাপটি তাকে কামড় দেওয়ার পর শারীরিক জটিলতা শুরু হলে তিনি বুঝতে পারেন এটি অজগরের বাচ্চা না, এটি বিষধর সাপ। তাই ওঝাগিরি ফেলে ছুটে যান মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু সেখানে ছিল না ভ্যাকসিন।

সকাল গড়িয়ে দুপুর হলে অচেতন লালচাঁদ পৌঁছান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সাপের কাটার ৭ ঘণ্টার বেশি সময় পর হাসপাতালে এসে ভ্যাকসিন নিলেও বাঁচানো যায়নি লালচাঁদকে।

মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই সাপুড়ে। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, সাপে কাটার তিন ঘণ্টার মধ্যে ভ্যাকসিন দেওয়া গেলে রোগীকে বাঁচানো সম্ভব। 

শুধু লালচাঁদ নয়, সাপে কাটার রোগীর বেশিরভাগ গ্রামের। কিন্তু গ্রাম তো দূরের কথা উপজেলা এমনকি জেলা পর্যায়ে পর্যন্ত প্রতিষেধক ভ্যাকসিন সরবরাহ হচ্ছে না।

স্বাস্থ্য অধিদফতরের ‘এনসিডিসি রিসার্চ ইনফোগ্রাফিকস’ নামের জার্নালে ‘ন্যাশনাল সার্ভে অন অ্যানুয়াল ইনসিডেন্স অ্যান্ড ইপিডোমিওলজি অব স্নেকবাইট ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণার বরাতে বলা হয়েছে, সাপের কামড়ের শিকার এসব মানুষের ৯৫ ভাগই গ্রামের বাসিন্দা।

সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপারা ইউনিয়নের বাঁশতলা গ্রামের মৃত যোগেন্দ্র কর্মকারের ছেলে লাল চাঁদ। অভিজ্ঞ ওঝা হিসেবে তিনি এলাকায় বেশ পরিচিত। ৬৫ বছরের লাল চাঁদ প্রায় ৩৫ বছর ধরে এ পেশায় জড়িত ছিলেন। মঙ্গলবার সকালে নাচনাপারার আনিসুর রহমান জুয়েলের বাড়িতে সাপ ধরতে যান।

তখন সাপ তার ডান হাতের আঙুলে কামড় দেয়। এরপর স্থানীয়রা তার হাতের কয়েক যায়গায় রশি দিয়ে বেঁধে দেন।  
সেই অবস্থায় তিনি বাড়িতে চলে আসেন। সাপের কামড়ের পর যখন চোখে দেখতে সমস্যা শুরু হয় এবং অস্থির লাগতে থাকে, তখন লাল চাঁদ বুঝতে পারেন, বিষধর সাপে কেটেছে তাকে। তখন পার্শ্ববর্তী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ছুটে আসেন। তবে সেখানে সাপের কামড়ের অ্যান্টিভেনম ভ্যাকসিন ছিল না। সেখান থেকে মঙ্গলবার দুপুরে এসে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের চিকিৎসক সন্ধ্যার দিকে এক তাকে ডোজ অ্যান্টিভেনম দেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় লাল চাঁদের মৃত্যু হয়।

লাল চাঁদের পরিবার বলছেন, সাপে কাটার পর লালচাঁদ যদি সঠিক সময়ে ভ্যাকসিন নিতে পারতেন তাহলে তিনি হয়তো বেঁচে যেতেন। কিন্তু পাথরঘাটা কিংবা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন ছিল না। 

পাথরঘাটার সাবেক ইউপি সদস্য মো. গোলাম ছরোয়ার রুমি ওরফে বাচ্চু মেম্বার বলেন, বিষধর সাপে কামড় দিলে তখন ঝাড়ফুঁক বা তাবিজ-কবচে কাজ হয় না। ভ্যাকসিন দিতে হয়। তন্ত্রমন্ত্র, তাবিজ-কবচ আসলে ব্যবসার কৌশল ছাড়া আর কিছু নয়। সাপে কাটা রোগীর জন্য লালচাঁদ ওঝা হয়ে তন্ত্রমন্ত্র আর তাবিজকবচ দিতেন। সেই সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে। সঠিক সময় যদি লালচাঁদ চিকিৎসা নিতে পারতেন তাহলে হয়তোবা বেঁচে যেতেন। লাল চাঁদের লাশ রাতেই গ্রামে এনে দাহ করা হয়েছে। 

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বলেন, অত্যন্ত বিষধর সাপে লালচাঁদকে কামড় দিয়েছিল। অনেক দেরি করে হাসপাতালে আসেন লাল চাঁদ। তার প্রস্রাব, পায়খানা ও বমির সঙ্গে রক্ত যাওয়া শুরু হয়েছিল। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনতে আনতে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে পানি জমে ফুলে গিয়েছিল। কিডনিতে সমস্যা দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতে এক ডোজ ভ্যাকসিন দেওয়ার পরও তার মৃত্যু হয়। 

রোগীকে নিতে হয় শহরে

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাপ কামড়ালে তিনভাবে বিষ মানুষের শরীরে প্রভাব ফেলে। হেমোটক্সিন বিষ রক্তকে দূষিত করে, মায়োটক্সিন বিষ মাংসপেশিকে অকার্যকর করে দেয় এবং নিউরোটক্সিন বিষ মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট করে দেয়। এসব ক্ষেত্রে বিষধর সাপ কামড়ালে রোগীকে বাঁচাতে হলে শরীরে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করতে হয়। কিন্তু উপজেলা পর্যায়ে সব হাসপাতালে অ্যান্টিভেনম পাওয়া যায় না। তাই রোগীদের উপজেলা বা জেলা শহরের হাসপাতাল ঘুরে বিভাগীয় শহর বা রাজধানী ঢাকায় নিয়ে আসতে হয়। ততক্ষণে অনেক রোগী স্ট্রোক বা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ে। আবার অ্যান্টিভেনম সহজলভ্য না হওয়ায় গ্রামাঞ্চলের বড় অংশ রোগীই ওঝা বা কবিরাজের কাছে চিকিৎসা নিতে চলে যান।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ২০২২ সালের শুরুর দিকে সারা দেশের ৮০টি মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয়, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম সরবরাহ করা হয়। তখন ৪১ হাজার ৪৭০ ডোজ প্রতিষেধক সরবরাহ করা হয়েছে। অধিকাংশ অ্যান্টিভেনম অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সেগুলোর মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। পরবর্তীতে অধিকাংশ জেলা ও উপজেলায় অ্যান্টিভেনম সরবরাহ বন্ধ রয়েছে।

উপজেলা সদরে অ্যান্টিভেনম না পাওয়া প্রসঙ্গে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, উপজেলা ও জেলা সদরে অনেক সময় অ্যান্টিভেনম থাকলেও সেখানকার চিকিৎসকেরা জটিলতার ভয়ে তা দেন না। কারণ সাপে কাটা রোগীকে অ্যান্টিভেনম প্রয়োগের পর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। যেমন অনেকের তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। এমন রোগীকে সামাল দিতে আইসিইউর দরকার হয়। উপজেলা পর্যায়ের হাসপাতালে তো সেই সুযোগ নেই, তাই সাপে কাটা রোগীকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।  সূত্র: কালেরকন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়