শিরোনাম
◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক

প্রকাশিত : ৩০ মে, ২০২৪, ০৭:০৮ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৪, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঠিয়ায় ভ্যানের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু

আবু হাসাদ, পুঠিয়া: [২] রাজশাহীর পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া এলাকায় ৪ বছর বয়সী এক শিশু মোটর চালিত ভ্যান গাড়ির ধাক্কায় নিহত হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৩০ই মে) সকাল সাড়ে ৮টার দিকে নকুলবাড়িয়া এলাকার বগুড়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] নিহত ওই শিশুর নাম জামিলা খাতুন (৪)। সে উপজেলার নকুলবাড়িয়া এলাকার বগুড়া পাড়া গ্রামের দিনমজুর জুয়েল রানার বড় মেয়ে। 

[৫] স্থানীয়রা জানায়, সকালে জামিলা তার মায়ের সাথে বাড়ির পাশের রাস্তার ধারেই খেলা করছিল। রাস্তার অপর পাশ থেকে আরেকটি শিশু জামিলাকে ডাক দিলে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় মটরযান চালিত একটি ভ্যান গাড়ি এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে মেডিকেলে নেয়ার পথে জামিলার মৃত্যু হয়। এর আগে ভ্যানচালক ভ্যান গাড়ি নিয়ে পালিয়ে যায়।

[৬] এ বিষয়ে নিহত জামিলা খাতুনের মা বর্ষা খাতুন তিনি বলেন, আমার মেয়ের কাছ থেকে আমি প্রায় দশ হাত দূরে দাঁড়িয়ে ছিলাম। এরই মাঝে জামিলা রাস্তার এপাশ থেকে ওপাশে পার হবার সময় আমার মেয়েকে একটি ভ্যান গাড়ি এসে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তারপর তাকে মেডিকেলে নিলে ডাক্তাররা বলে আমার মেয়ে মারা গেছে।

[৭] এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়