শিরোনাম
◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ০৪:১২ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৪, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে প্রাইভেটকারের চাপায় নিহত ১, আহত ৩ 

নাজমুল হক, উজিরপুর: [২] বরিশাল জেলার উজিরপুর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে  প্রাইভেট কারের চাপায় ব্যাটারি চালিত ভ্যানের ১ জন যাত্রী নিহত ও আহত হন ভ্যানের চালকসহ ৩ জন। প্রাইভেট কারটির চালক মোহাম্মদ শরীফ মিয়াকে আটক করা হয়েছে।  

[৩] স্থানীয় ও গৌরনদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ২৫ মে শনিবার সকাল ৬টা ২০মিনিটে সময় ধামসর থেকে উপজেলা অভিমুখে যাচ্ছিলেন ভ্যানটি এ সময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী টয়োটা প্রিমিও মেরুন রঙের (ঢাকা মেট্রো-গ, ৩৯-৮৮৭৯) প্রাইভেট কারের সামনের বাম পাশের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উক্ত ভ্যান গাড়িটিকে পেছন থেকে চাপা দেয়। এতে সকল যাত্রী রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। 

[৪] গুরুতর আহত ভ্যান যাত্রীদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিস্টার জন বেপারীকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত ভ্যান চালক জলিল ঢালীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করা হয়। আহত শামীম গোমস্তা ও সুমন মোল্লা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

[৫] উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ জানান, প্রাইভেট কারটির চালক মোহাম্মদ শরীফ মিয়াকে আটক করা হয়েছে।   
আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহত জন ব্যাপারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস
                                   

  • সর্বশেষ
  • জনপ্রিয়