মুসবা তিন্নি: [২] সারা বিশ্বেই একজন নারী হিসেবে জীবনে সামনে এগিয়ে যেতে এবং প্রতিষ্ঠিত হতে নানা সমস্যার সম্মুখিন হতে হয়। তবুও যুগে যুগে নারীরা বাঁধাহীন ভাবে ছুটে চলেছেন আর বিশ্ব দরবারের নানা গুরুত্বপূর্ণ জায়গায় নিজের অবস্থান তৈরী করছে। তেমনি একজন মেক্সিকান নারী সিনেমাটোগ্রাফার এস্তেফানিয়া কার্পিও। সূত্র: ব্রিটিশ সিনেমাটোগ্রাফার
[৩] নিজের দুগ্ধজাত শিশুকে বুকের সাথে বেঁধে নিয়েও তিনি তার কর্মস্থলে নিয়োজিত থেকেছেন এমন কিছু ছবিও প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যে যাওয়ার আগে তিনি মেক্সিকোতে ডিসকভারি চ্যানেল, এমটিভি, সিক্স ফ্ল্যাগস, হুয়াওয়ের মতো ব্র্যান্ডের জন্য কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছিলেন।
[৪] তিনি ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুল থেকে মাস্টার্স ডিগ্রি নিয়ে স্নাতক করেছেন। ২০২২ সালে তিনি ব্রুটাল-এ তার সিনেমাটোগ্রাফি কাজের জন্য বিএসসি ছাত্রী শর্ট ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন।
[৫] এস্তেফানিয়া বাফটা এবং অস্কার যোগ্যতা অর্জনকারী চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত সহ বিগত বছরগুলিতে বেশ কয়েকটি শর্ট ফিল্ম শ্যুট করেছেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
এমটি/এসএইচবি/এনএইচ