রিয়াদ হাসান: বৃহস্পতিবার (১৫ জুন) জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে ২০২৩ সালের মূল প্রতিপাদ্য বিষয় ‘নারীর প্রতি প্রতিহিংসা রোধে প্রবীণ নীতি, আইন ও প্রমাণভিত্তিক পদক্ষেপ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।
অনুষ্ঠানটির আয়োজন করে ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এন্ডারলি (এফআরইবি)। সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মেজর জেনারেল (অব) জীবন কানাই দাস।
সকাল ১১টায় ধানমন্ডিস্থ রিসোর্স ইন্টিগ্রেসন সেন্টার (রিক) মিলনায়তনে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির মহাসচিব আবু আলম মো. শহীদ খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ, মূখ্য আলোচক ছিলেন দুর্যোগ ফোরামের সদস্য সচিব গওয়ার নঈম ওয়ারা। প্রবন্ধ পাঠ করেন তোফাজ্জল হোসেন, বক্তব্য রাখেন এফআরইবি’র সহসভাপতি ড. শরীফা বেগম, সঞ্চালনা করেন এফআরইবি’র মহাসচিব আবুল হাসিব খান।
রাশেদা কে চৌধুরী বলেন, মাতৃমৃত্যু, শিশুমৃত্যুর হার ক্রমেই বেড়ে চলেছে। আর এর মূল ঝামেলায় পড়তে নারীকে। শহর- গ্রামের সরকারি কর্মকর্তাদের এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। সম্পাদনা: এল আর বাদল
আরএইচ/এলআরবি/এসবি২