শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৩, ০৬:৪২ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৩, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ইউএনওকে কাদের সিদ্দিকীর বাধা দেয়ার ঘটনায় আসকের নিন্দা

আসক

মাজহার মিচেল: মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) রোববার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনাকাঙ্খিত এবং অগ্রহণযোগ্য উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।

আইন ও সালিশ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবীর কাদের সিদ্দিকীর ন্যায় একজন বর্ষীয়ান রাজনীতিবিদের এমন আচরণ ও বক্তব্য অনাকাঙ্খিত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। তার বক্তব্য অত্যন্ত বৈষম্যমূলক এবং সংবিধান, বিদ্যমান রাষ্ট্রীয় নীতি ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক। আসক বঙ্গবীর কাদের সিদ্দিকীর এমন আচরণের নিন্দা জানাচ্ছে।

টাঙ্গাইলের সখীপুরে এক বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনে (গার্ড অব অনার) নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) যাওয়ায় বাধা দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। 

শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সখীপুর বাজারের নিজ বাড়িতে মারা যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ খান। শনিবার (২৯ এপ্রিল) দুপুর দুইটায় সখীপুর পিএম পাইলট মডেল গভমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার জানাজার জন্য মরদেহ নিয়ে আসা হলে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করতে যান। তখন কাদের সিদ্দিকী তাকে মরদেহের সামনে থেকে সরে যেতে অনুরোধ করেন। জানাজার পূর্বে কাদের সিদ্দিকী তার বক্তব্যে বলেন, নারীদের জানাজায় শামিল হওয়া ও গার্ড অব অনার দেওয়ার সুযোগ নেই। 

তিনি এখানে এসে মুক্তিযোদ্ধার মরদেহের সঙ্গে বেয়াদবি করেছেন। ইসলামি শরীয়ত অনুযায়ী পুরুষের সঙ্গে কোনও নারী গার্ড অব অনার দেওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে ইউএনও মরদেহের পাশে থেকে সরে মাঠের অন্য পাশে গিয়ে দাঁড়ান। তারপর মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়। কাদের সিদ্দিকী চলে যাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত মুক্তযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন ওই ইউএনও।

এমএম/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়