জেরিন আহমেদ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবসে মেট্রো ট্রেনে চড়ার সুযোগ পেল ৭০ জন এতিম ও পথশিশু। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ শুক্রবার সকালে সুবিধাবঞ্চিত এসব শিশুকে ট্রেনে চড়ার ব্যবস্থা করে। মেট্রোরেলে প্রবেশ করে শিশুরা নানা ধরনের দেশাত্মবোধক গান ও জন্মদিনের স্লোগান দিতে দিতে মেট্রো রেল ভ্রমণ করে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আবু নাছের জানান, মেট্রোরেলে চড়তে পেরে তারা বেশ আনন্দ পেয়েছে। সকালে উত্তরা (উত্তর) স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রো ট্রেনে চড়ে শিশুরা। উত্তরা (উত্তর) স্টেশনে কাটা হয় কেক।
ট্রেনে উঠেই ফুর্তিতে মেতে ওঠে মিরপুর সরকারি শিশু পরিবার থেকে আসা আরাফাত, সাজ্জাদ, ফারুক ও জাহিদ। তাদের আনন্দ যেন সব আনন্দকে ছাড়িয়ে যায়। অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফারুক জানায়, খুবই ভালো লাগছে। আজকেই প্রথম উঠলাম। শহরের অনেক কিছু দেখতে পারছি।
উপসচিব জানান, মেট্রোরেলে চড়া শিশুদের এরপর বিআরটিসির ছাদখোলা দোতলা বাসে করে জাতীয় সংসদ ভবন, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার দেখানো হবে।
শিশুদের আনন্দে আনন্দিত তাদের অভিভাবকরাও। তেজগাঁও সরকারি শিশু পরিবারের দায়িত্বে থাকা মেঘলা মিলি জানায়, আজকে বঙ্গবন্ধুর জন্মদিন। জন্মদিন উপলক্ষে যোগাযোগ মন্ত্রণালয় এত সুন্দর আয়োজন করায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শিশুরা মেট্রো রেল সম্পর্কে জানতে পারছে। অনেক কিছু দেখছে। তাদের আনন্দে আমরাও আনন্দিত।
জেএ/এসবি২
আপনার মতামত লিখুন :