শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২২, ০৬:০৫ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২২, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার জান্নাত

আব্দুর রহিম, কালিগঞ্জ (সাতক্ষীরা): তরুণদের জন্য প্লাটফর্ম ইয়াং বাংলা ষষ্ঠ ‘‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’’ পেলেন সাতক্ষীরার কালিগঞ্জে অবস্থিত নারী উন্নয়ন সংগঠন ‘‘বিন্দু’ এর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন (সি আর আই) এর আয়োজনে শনিবার (১২ নভেম্বর) বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশ গঠনে যুবসমাজের অনন্য উদ্যোগ বা অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ সারাদেশ থেকে ১০ টি সংগঠনকে ৫ ক্যাটাগরিতে এ ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং সিআরআই এর চেয়ারপারসন  সজীব ওয়াজেদ জয়। 

পদক বিজয়ী ও মনোনীতদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আপনারা যে নিঃস্বার্থভাবে মানুষের জন্য, দেশের  সেবা করছেন এটা আমাদের সব নাগরিকের এবং বিশ্বের প্রতি একটি উদাহরণ। 

আপনাদের মতো তরুণ তরুণীরা নিজের প্রচেষ্টায়, কারও কাছে হাত না পেতে, নিজের মেধায়, নিজের চিন্তাধারায়, নিজের মতো অল্প হোক, বেশি হোক কাজ শুরু করে দিচ্ছেন। আপনারা কারও জন্য বসে নেই। এটাই হচ্ছে আমাদের চেতনা, আমাদের বিশ্বাস। আমার এই বিশ্বাসই ছিল যে, আমরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারি 

প্রসঙ্গত: সারাদেশ থেকে আবেদন করা দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের ৬০০টিরও বেশি সংগঠন থেকে যাচাইবাছাই শেষে শীর্ষ ১০ তরুণ সংগঠনের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীপুত্র।

এর আগে ইয়াং বাংলার পক্ষ থেকে ঘোষণা করা হয় এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত শীর্ষ ২৮ সংগঠনের নাম। এই তালিকায় প্রকাশিত সব সংগঠনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। শনিবার বিকেল ৩ টার পর এই তালিকায় থেকে ১০ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। 

এদিকে সাতক্ষীরার কালিগঞ্জের মেয়ে জান্নাতুল মাওয়া এ পদকে ভূষিত হওয়ায় তার গ্রামে আনন্দের জোয়ার বইছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়