সরকারি দপ্তরের দীর্ঘসূত্রিতা ও হয়রানির শিকার হয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এক বৃদ্ধ। গুরুত্বপূর্ণ একটি কাজের জন্য সরকারি অফিসে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করার পর কোনো সুরাহা না মেলায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একপর্যায়ে অফিসের কর্মীদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মাছরাঙা নিউজ চ্যানেলে প্রচারিত ভিডিওতে ঘটনাটি উঠে আসে।