গত ২৯শে জুলাই, মঙ্গলবার ঢাকার রাজারবাগের একটি ফটোকপির দোকান, 'হিরো এন্টারপ্রাইজ'-এ এক অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি দোকানে এসে দোকান মালিক আজম খানের কাছে কিছু সৌদি রিয়াল ভাঙিয়ে দিতে অনুরোধ করেন।
প্রথমে দোকান মালিক অপারগতা প্রকাশ করলেও, তাদের পীড়াপীড়িতে ১৯০০ রিয়াল ৫০০ টাকায় ভাঙিয়ে দিতে রাজি হন।
লেনদেনের এক পর্যায়ে প্রতারকদের একজন কৌশলে রিয়ালগুলো নিজের পকেটে ঢুকিয়ে ফেলেন এবং দোকান মালিককে একটি খাম দিয়ে দ্রুত চলে যান।
মালিক খামটি খুলে দেখেন যে ভেতরে অল্প কিছু টাকা ছিল এবং রিয়ালগুলো চুরি হয়ে গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রতারক চক্রটি এভাবেই বিভিন্ন সাধারণ মানুষকে ঠকাচ্ছে। সূত্র: চ্যানেল ওয়ান