মুসবা তিন্নি: [২] ৩ দিন ধরে বিড়ম্বনায় পড়েছেন যুক্তরাজ্যের হাজারো প্রবাসী। সফটওয়্যারটির মাধ্যমে টাকা পাঠানোর পর প্রাপকরা টাকা পাননি। আবার নতুন করে টাকা পাঠানোও যাচ্ছে না। অ্যাপসটির বর্তমান অবস্থা অকার্যকর হয়ে আছে। সূত্র : মানবজমিন
[৩] সম্প্রতি ট্যাপটপ নামক অনলাইন মানিট্রান্সফার অ্যাপস-এর মাধ্যমে টাকা পাঠাতে অভ্যস্ত হয়ে পড়েছেন যুক্তরাজ্যের লক্ষাধিক গ্রাহক। মূলত বাংলাদেশে বিকাশে টাকা পাঠাতে সবাই ট্যাপটপ অ্যাপস ব্যবহার করছেন। বিকাশে টাকা পাঠাতে হলে ট্যাপটপ ব্যবহার করলে কোনো ট্রানজেকশন ফি দিতে হয় না, চার্জ ফ্রি এই অ্যাপসে ঝুঁকে পড়েছেন প্রবাসীরা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বাংলাদেশে বিকাশে টাকা পান প্রাপকরা। কোথাকার কোন সোর্স থেকে এই অ্যাপস পরিচালনা করা হচ্ছে তার কোনো হদিসই জানেন না অধিকাংশ প্রবাসী গ্রাহক। তারপরও ফ্রি চার্জ সুবিধার কারণে টাকা পাঠাতে সবারই প্রথম পছন্দ ট্যাপটপ। সম্পাদনা: রাশিদ
এমটি/আর/এইচএ