শিরোনাম
◈ জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ১৫ সেনা কর্মকর্তা আদালতে উপস্থিত না হলে কী পদক্ষেপ নেয়া হবে, জানালেন প্রসিকিউটর (ভিডিও) ◈ খামেনির ঘনিষ্ঠ সহযোগীর মেয়ের স্ট্র্যাপলেস গাউনে খোলামেলা বিয়ে ঘিরে ইরানে তীব্র বিতর্ক (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা, জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক কাল ◈ ব্যাঙের ছাতার মতো ব্যাংক হয়েছে, মুনাফা শুধু বাংলাদেশ ব্যাংকেরই: বিটিএমএ সভাপতি ◈ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল! ◈ বিমানবন্দরে আগুন, ওষুধ শিল্পে ৪ হাজার কোটি টাকা ক্ষতির শঙ্কা ◈ অসদাচরণের অভিযোগে উপস্থাপক তাবাসসুমকে অব্যাহতি ◈ অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভমেন্টের আদলে নিতে হবে: মির্জা ফখরুল  ◈ ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি করা অনেক প্রকল্পের অস্তিত্বই নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৩০ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনি নোটিশ পেলেই ‘পিপ্পা’র বিতর্কিত গানটি সরিয়ে ফেলবে বিটিআরসি

মাজহারুল মিচেল: [২] বলিউড সিনেমা পিপ্পা মুক্তির পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মূল কারণ ছিল সিনেমাতে ব্যবহৃত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটির সুর পরিবর্তন নিয়ে। অভিযোগ উঠে গানটিকে বিকৃতি করা হয়েছে। এমনকি সেটিকে অনলাইন থেকে সরিয়ে ফেলতে অথবা ব্লক করতে গত রোববার (১৯ নভেম্বর) একটি আইনি নোটিশ পাঠানো হয়।

[৩] বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, নোটিশটি হাতে পাওয়া মাত্রই অনলাইন থেকে ব্লক করে দেওয়া হবে। তবে সোমবার পর্যন্ত তিনি হাতে কোন নোটিশ পাননি বলে নিশ্চিত করেছেন।

[৪] তিনি আরও জানান, ওইদিন তিনি অফিসে ছিলেন না। অফিসে খোঁজ করেও তিনি কোন নোটিশ পাননি।

[৫] এদিকে নোটিশে উল্লেখ করা আইসিটি মন্ত্রণালয়ের সচিব মো. শামছুল আরেফিন জানান, ইন্টারনেট থেকে সরানোর এখতিয়ার এ মন্ত্রণালয়ের নেই। এটি যার হাতে সাবমেরিন ক্যাবল রয়েছে তারাই করতে পারে। যেহেতু এ মন্ত্রণালয়টি দেখেন না তাই তাদের এ বিষয়ে কোন কিছু করার নেই।

[৬] তবে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, গানটির মূলত পেটেন্টের ক্ষতিগ্রস্থ হয়েছে। আর তাই বিষয়টি নিয়ে পেটেন্টের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারাই কিছু করতে পারেন। কিন্তু যেহেতু গানটি ভারতে হয়েছে আর তাই ভারত থেকেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

[৭] উল্লেখ্য, বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী ও একটি প্রতিষ্ঠানের পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির ডাক ও ই-মেইল যোগে এ নোটিশ পাঠান। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়