শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:১৬ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক :  শর্তসাপেক্ষে খেলা বন্ধ রাখার ব্যাপারে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার থেকে বিপিএলের ম্যাচ খেলতে প্রস্তুত ক্রিকেটাররা। 

এই বিষয়ে বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে কোয়াব। যেখানে বলা হয়েছে সামনের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব, ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি হয়েছেন তারা। ---- টি স্পোর্টস

বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল দল এখন বিশ্বকাপে আছে- সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলোর ওপর পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনঃর্বিবেচনা করেছি।

নতুন সিদ্ধান্তের কথাও জানানো হয় বিবৃতিতে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে যেহেতু বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব, সেই প্রক্রিয়া চলতে থাকবে।”

তবে এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার শর্ত জুড়ে দেওয়ার কথাও জানায় কোয়াব। 

বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি। বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত।

এর আগে কোয়াবের পক্ষ থেকে বলা হয়েছিল, এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব খেলা বন্ধ রাখবেন তারা। যে কারণে বিপিএলের বৃহস্পতিবারের দুই ম্যাচ মাঠে গড়ায়নি। এখন শর্ত দিয়ে শুক্রবার থেকে বিপিএলে ফেরার সিদ্ধান্ত জানালেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়