শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৩, ০২:২৯ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২৩, ০২:২৯ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

সশস্ত্র বাহিনী বিভাগ ও এমআইএসটির  যৌথ ব্যবস্থাপনায় সেমিনার অনুষ্ঠিত

সালেহ্ বিপ্লব: [২] স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এবং সাইবার নিরাপত্তা সচেতনতা মাসে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে রোববার সশস্ত্র বাহিনী বিভাগ ও এমআইএসটির যৌথ ব্যবস্থাপনায় ‘জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হল’ এমআইএসটিতে  এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের শিরোনাম ছিলো Measures and Preparedness for Emerging Cyber Threats’ । আইএসপিআর

[৩] সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি এবং বিশেষ অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

[৪] আইসিটি প্রতিমন্ত্রী তার বক্তব্যে সাইবার নিরাপত্তা বিষয়ে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর আলোকপাত করেন। সাইবার নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

[৫] সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর হচ্ছে, সেই সময় আমরা ক্রমাগত সাইবার আক্রমণের স্বীকার হচ্ছি। স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে সাইবার আক্রমণ বাধা হিসেবে আবির্ভূত হতে পারে। অতএব সাইবার আক্রমণ, সংবেদনশীল এবং গোপনীয় তথ্য চুরি বা হারানোর বিরুদ্ধে ব্যক্তি এবং সংস্থাগুলিকে রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাইবার হুমকি মোকাবেলায় রুটিন পরীক্ষা, ডায়াগনস্টিক পদ্ধতিগুলিকে শক্তিশালী করা, সক্রিয় পর্যবেক্ষণ, গবেষণা এবং সাইবার নিরাপত্তায় ধারাবাহিক বিনিয়োগের কথাও বলেন। 

[৬] সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন মেজর জেনারেল সাইদুল ইসলাম। সঞ্চালনা করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদার।

[৭] Measures and Preparedness for Emerging Cyber Threats শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেজর জেনারেল ইমদাদ-উল বারী। বাংলাদেশ শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম A Roadmap to Resilience : Readiness for Emerging Cyber Threats শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

[৮] বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি অফিসার মুহাম্মদ ইসহাক মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফট্ওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেসের রাসেল টি আহমেদ এবং গ্রামীণ ফোনের সিকিউরিটি আর্কিটেক্ট মোহাম্মদ শাহাদাত হোসেন প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন। 

[৯] সেমিনারে দেশী বিশেষজ্ঞ, বিভিন্ন মন্ত্রণালয়, বাহিনী ও সংস্থার কর্মকর্তা এবং রাজধানী ও পাশ্ববর্তী এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় ৬০০ জন অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়