শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াটসঅ্যাপে আসছে শপিং ফিচার

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সামাজিক যোগাযোগের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। বিভিন্ন সময়ে আপডেট নিয়ে আসে এবং নতুন ফিচার নিয়ে সবসময় আলোচনায় থাকে এটি। এবারও নতুন এক ফিচার নিয়ে আসছে অ্যাপটি। এবার কেনাকাটার সুবিধা পাওয়া যাবে এই মেসেজিং অ্যাপে। সূত্র: ফিচার ওয়ার্ল্ড

[৩] নতুন এই ফিচারের নাম ‘ফ্লোস’। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে জরুরি কেনাকাটা করা যাবে। ট্রেনের টিকিট থেকে শুরু করে খাবার অর্ডার করা কিংবা কোনো অ্যাপয়েন্টমেন্টও নেয়া যাবে।

[৪] মেটা কর্তৃপক্ষ তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে, নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কার্টে পণ্য বা সেবা যোগ করতে পারবেন। এরপর সমর্থিত ইউপিআই অ্যাপ, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং আরো অনেক মাধ্যম থেকে তাদের পছন্দের পদ্ধতি ব্যবহার করে অর্থ পরিশোধ করতে পারবেন।

[৫] ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এই ফিচার পেতে মেটার ভেরিফায়েড ব্যাজের জন্য সাইনআপ করতে হবে। এর মাধ্যমে অতিরিক্ত প্রিমিয়াম ফিচারসহ একটি কাস্টম হোয়াটসঅ্যাপ পেজ তৈরি করা যাবে।

[৬] হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। ব্যবহারকারীদের অ্যাপের ভেতরেই আরো সেবা ও সুবিধা দেওয়া হবে। বিজনেস অ্যাপ ব্যবহার করে ছোট ব্যবসায়ীদের সঙ্গে মেটা ভেরিফাই করার পরীক্ষা শুরু করা হবে। শিগগিরই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়