মাজহারুল মিচেল: [২] যদিও ভিসা নিষেধাজ্ঞা শুরুর পর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী তারা নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করবেন না। এরপরও নির্ভরযোগ্য কোনো উৎস না থাকা সত্ত্বেও অনেকে ফেসবুকে ছড়িয়ে পড়া তালিকাগুলো বিশ্বাস করে শেয়ার করছেন। তবে এসব তালিকাকে ভুয়া হিসেবে চিহ্নিত করে ফেসবুকে ট্যাগ লাগিয়ে দিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠানগুলো।
[৩] এসব বিভ্রান্তিকর তালিকার বিষয়ে এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি।
[৪] এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সংবাদ মাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি বিটিআরসিকে কোনো বিষয়ে অভিযোগ করে তাহলে সেই লিংক, পেজ বা কনটেন্ট সরিয়ে নিতে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমগুলোকে অনুরোধ করা হয়ে থাকে।
[৫] পুলিশের সিটিটিসি সাইবার ইউনিটের এডিসি নাজমুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তা সঠিকভাবে যাচাই করে বিটিআরসিকে জানানোসহ প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
[৬] সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যের সত্যতা যাচাইকারী বিভিন্ন প্রতিষ্ঠান এসব তালিকাকে ভুয়া বলে চিহ্নিত করেছে। সম্পাদনা: ইকবাল খান
এমএম/আইকে/এআরএস