শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুগলের ২৫তম জন্মদিন পালন

মাজহারুল মিচেল: [২] যাকে ছাড়া অচল ডিজিটাল দুনিয়া, যেখানে সার্চ না করলে প্রশ্নের উত্তর অজানা থেকে যায়, তার আজ জন্মদিন। ২৫-এ পা দিলো গুগল।  কৌতূহলের ২৫ বছর। ১৯৯৮ সালে তার যাত্রা শুরু। দেখতে দেখতে ২৪ বছর কাটিয়ে ফেললো গুগল। এই উপলক্ষে অভিনব সেলিব্রেশন ডুডলের।

[৩] নানা চড়াই উতরাই পেরিয়ে বড় মাইলস্টোনে পা রাখল, এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় টেক কোম্পানি গুগল।

[৪] এবারের ডুডলটি (G25gle) জিফ আকারে এনেছে গুগল, লোগোতে ক্লিক করলেই আপনার পুরো স্ক্রিন জুড়ে শুরু হবে কনফেত্তির ওড়াওড়ি।     

[৫] হোমপেজে এক ব্লগের মাধ্যমে গুগল জানিয়েছে, আজকের ডুডল গুগলের ২৫তম বর্ষপূর্তি উদযাপন করছে। আমাদের দৃষ্টি ভবিষ্যতের দিকে থাকলেও, জন্মদিন হতে পারে পেছন ফিরে দেখার এক দারুণ উপলক্ষ। চলুন স্মৃতির পাতায় ঘুরে দেখা যাক, ২৫ বছর আগে কীভাবে আমাদের শুরুটা হলো।

[৬] সেখানে আরও লেখা, ১৯৯৮ সালের পর অনেক কিছুই বদলেছে- এমনকি আজ ডুডলে যে লোগো দেখছেন সেটিও। কিন্তু লক্ষ্য একই রয়ে গেছে- বিশ্বের যাবতীয় তথ্য সংগঠিত করা এবং এটিকে সর্বজনীনভাবে মানুষের কাছে তা পৌঁছে দেওয়া। বিগত ২৫টি বছর ধরে আমাদের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। ভবিষ্যৎ আমাদের একসঙ্গে কোথায় নিয়ে যায় তা দেখার অপেক্ষায় রয়েছি। 

[৭] পোস্টটির নিচেই গত ২৫ বছরে আজকের দিনে গুগল যেসব বিশেষ ডুডল তৈরি করেছিল সেগুলো দেখা যাবে।

[৮] মজার বিষয় হলো, গুগল সার্চ ইঞ্জিনের নাম কিন্তু প্রথমে রাখা হয়েছিল গুগোল (googol)। কিন্তু কোম্পানির নিবন্ধনের সময় এক ভুলে এর নাম গুগল (Google) হয়ে যায়। সম্পাদনা: এল আর বাদল

এমএম/এলআরবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়