শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৫:২১ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক পরিচয় দিতে প্রেস কাউন্সিলের সনদ পেতে হবে

এ্যানি আক্তার: মাগুরা সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় শুক্রবার (৯ জুন) বাংলাদেশ প্রেস কাউন্সিলের এক সেমিনারে এ কথা বলেন কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ নিজামুল হক নাসিম। সূত্র: আরটিভি

কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সারাদেশের সাংবাদিকদের ডাটাবেইজ তৈরির কাজ চলমান রয়েছে। মফস্বল সাংবাদিকদের ডাটাবেইজ তৈরির জন্য আমরা জেলা প্রশাসকদের চিঠি দিয়েছি। ডাটাবেইজ তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাই শেষে বার কাউন্সিলরের মত আমরা প্রকৃত সাংবাদিকদের সনদ দেবো। এই সনদধারীরাই কেবল নিজেদের সাংবাদিক পরিচয় দিতে পারবেন। এ ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক ডিগ্রী পাশ। তবে বিশেষ ক্ষেত্রে ৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতাসম্পন্নদের শিক্ষাগত যোগ্যতার এই শর্ত কিছুটা শিথিল থাকবে। সূত্র: চ্যানেল আই

তিনি আরও বলেন, আগে সাংবাদিকদের নামে প্রেস কাউন্সিলে মামলা দেয়া হলে সেখানে রায়ে শুধুমাত্র তিরস্কারের বিধান ছিল। এখন সেটি সংশোধিত হয়ে ৫ লাখ টাকা জরিমানার বিধান সংযুক্ত হচ্ছে।

ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে তিনি বলেন, এটি জননিরাপত্তা ও জনকল্যাণেই প্রণীত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়ত অপব্যবহার হয়েছে। তবে আইনটি সম্পর্কে পুরোপুরি জানলে এ নিয়ে ভুল ব্যাখ্যার কোন সুযোগ নেই। প্রেস কাউন্সিল কেবল প্রিন্ট মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া এখনো এই কাউন্সিলের আওতায় আসেনি। ভবিষ্যতে হয়ত আসবে। 

সেমিনারে মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ড. উৎপল কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার পাভেল দাস। সেমিনার ও মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্টি মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: তারিক আল বান্না

এএ/টিএবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়