মাজহারুল মিচেল: ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, এসপায়ার টু ইনোভেট এবং মাস্টারকার্ড, দ্য ডেইলি স্টার ও উইমেন এন্ড ই-কমার্স এর যৌথ উদ্যোগে এ দিনব্যাপী সম্মেলনটি রোববার (২৮ মে) রাজধানীর এক হোটেলে আয়োজন করা হয়।
দেশ এবং বিদেশের ই-কমার্স খাতে কর্মরত বিশেষজ্ঞ, সিদ্ধান্ত প্রণেতা এবং চিন্তাবিদেরা অংশগ্রহণ করেন। আয়োজন বাস্তবায়ন করে ব্র্যান্ড ফোরাম বাংলাদেশ।
দিনব্যাপী সম্মেলনে ৪টি কিনোট, ৩টি প্যানেল আলোচনা, ২টি ইনসাইট সেশন, ২টি কেস স্টাডি এবং ১টি পলিসি ডায়লগ অনুষ্ঠিত হয়। ই-কমার্স ব্যবসায় চ্যাট এ আই ও গুগল’র নতুন নতুন সেবা ও প্রযুক্তির ব্যবহার, জালিয়াতি নিরাপত্তা, ভোক্তা পুনরাবৃত্তি, লজিস্টিক ম্যানেজমেন্ট, পেমেন্টসহ ই-কমার্স সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করা হয় প্রতিটি সেশনেই।
দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার। বক্তব্যে বাংলাদেশের ই-কমার্স খাতের প্রবৃদ্ধি সহ বাংলাদেশ ই-কমার্স সামিট আয়োজনটির প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ই-কমার্স একটি দ্রুত অগ্রগতিশীল খাত। প্রতি বছরই আমরা এই খাতে অনেক আধুনিক উদ্ভাবন ও অনুশীলন লক্ষ্য করেছি। তাই, এসকল পরিবর্তন যথাযথভাবে বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করা আমাদের দায়িত্ব। এই সম্মেলনটি ই-কমার্স খাতকে অভিনব যাবতীয় পরিবর্তনের সাথে সমন্বয় ঘটিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
ই-কমার্স খাতে অপেক্ষমান অমিত সম্ভানা এবং তা উন্মোচনে পথরেখা নিয়ে প্যানেল আলোচনায় অংশ নেন চালডাল সহ-প্রতিষ্ঠাতা ওয়াসিম আলিম, দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, এটুআই হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি এবং সেবা প্লাটফর্ম লিমিটেড প্রতিষ্ঠাতা আদনান ইমতিয়াজ হালিম।
চ্যাটজিপিটি’র মাধ্যমে দক্ষিণ-পশ্চিম এশিয়ায় ই-কমার্স এর বাড়ন্ত বাজার নিয়ে আলোচনা করেন স্টার্টআপ বিল্ডার রাশেদুন্নবী। দ্বিতীয় প্যানেল আলোচনায় স্থানীয় এবং ক্রসবর্ডার লজিস্টিক সমাধান নিয়ে আলোচনা করেন পেপারফ্লাই প্রতিষ্ঠাতা শাহরিয়ার হাসান, ই-কুরিয়ার প্রতিষ্ঠাতা বিপ্লব জি রাহুল, সেলেক্সট্রা সহ-প্রতিষ্ঠাতা সাকিব আরাফাত এবং প্রাণগ্রুপের ই-কমার্স অথবা’র বিজনেস হেড ইব্রাহিম স্বপন। সঞ্চালক ছিলেন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
এমএ/এসএইচবি/এএ