শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৮:৪৪ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারিখ দিয়ে খুঁজে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের পুরনো মেসেজ

হোয়াটসঅ্যাপ

হ্যাপী আক্তার: হাজারো মেসেজিং অ্যাপের ভিড়ে এখনও নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে সফল হোয়াটসঅ্যাপ। সৌজন্যে তাদের নতুন নতুন ফিচার। ইউজাররা যাতে একঘেয়েমি বোধ না করেন, সেই কারণেই প্রতিনিয়ত পরীক্ষানিরীক্ষা করতে থাকে মেটার অন্তর্ভূক্ত এই অ্যাপটি। এবারও তার ব্যতিক্রম হলো না। আবারও নতুন ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। যাতে এই অ্যাপ ব্যবহার আরও সুবিধাজনক হয়ে উঠবে। সংবাদ প্রতিদিন

জানা গিয়েছে, এবার তারিখ দিয়েই পুরনো মেসেজ খুঁজে পাওয়া যাবে। ব্যক্তিগত চ্যাট বক্স কিংবা গ্রুপ মেসেজের ক্ষেত্রে তারিখ দিয়ে সার্চ করেই পৌঁছে যাওয়া যাবে সেই দিনের কথোপকথনে। আপাতত কিছু আইফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছিল হোয়াটসঅ্যাপ। অবশেষে তা চালু হতে চলেছে। তবে শুধু আইফোন ব্যবহারকারীদেরই নয়, শোনা যাচ্ছে শীঘ্রই অ্যান্ড্রয়েড ইউজারদের বিটা ভার্সানেও এই ফিচারটি চালু হবে।

***কীভাবে তারিখ দিয়ে খুঁজে পাওয়া যাবে পুরনো মেসেজ। 

প্রথমে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত কিংবা গ্রুপ চ্যাট ওপেন করুন।
এবার সার্চ উইনডোতে গিয়ে ক্যালেন্ডারের আইকনে টাচ করুন।
এবার যে তারিখের মেসেজ পড়তে চান, সেই তারিখটি বেছে নিন।
স্ক্রল ব্যাক করলেই একলাফে সেই দিনের মেসেজে পৌঁছে যাবেন।
সেই গ্রুপ বা ব্যক্তির থেকে প্রথম যে মেসেজ এসেছিল, সেখানেও পৌঁছে যেতে পারবেন অনায়াসে।
তবে এখনই প্রত্যেক ইউজার এই ফিচারটি দেখতে পাবেন না। সকলের জন্য এই পরিষেবা শীঘ্রই চালু করবে হোয়াটসঅ্যাপ। ফলে পরবর্তীতে এই অ্যাপটি আপডেট করে ফিচরাটি ব্যবহার করা যাবে।

এসপি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়