শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৮:৪৪ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারিখ দিয়ে খুঁজে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের পুরনো মেসেজ

হোয়াটসঅ্যাপ

হ্যাপী আক্তার: হাজারো মেসেজিং অ্যাপের ভিড়ে এখনও নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে সফল হোয়াটসঅ্যাপ। সৌজন্যে তাদের নতুন নতুন ফিচার। ইউজাররা যাতে একঘেয়েমি বোধ না করেন, সেই কারণেই প্রতিনিয়ত পরীক্ষানিরীক্ষা করতে থাকে মেটার অন্তর্ভূক্ত এই অ্যাপটি। এবারও তার ব্যতিক্রম হলো না। আবারও নতুন ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। যাতে এই অ্যাপ ব্যবহার আরও সুবিধাজনক হয়ে উঠবে। সংবাদ প্রতিদিন

জানা গিয়েছে, এবার তারিখ দিয়েই পুরনো মেসেজ খুঁজে পাওয়া যাবে। ব্যক্তিগত চ্যাট বক্স কিংবা গ্রুপ মেসেজের ক্ষেত্রে তারিখ দিয়ে সার্চ করেই পৌঁছে যাওয়া যাবে সেই দিনের কথোপকথনে। আপাতত কিছু আইফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছিল হোয়াটসঅ্যাপ। অবশেষে তা চালু হতে চলেছে। তবে শুধু আইফোন ব্যবহারকারীদেরই নয়, শোনা যাচ্ছে শীঘ্রই অ্যান্ড্রয়েড ইউজারদের বিটা ভার্সানেও এই ফিচারটি চালু হবে।

***কীভাবে তারিখ দিয়ে খুঁজে পাওয়া যাবে পুরনো মেসেজ। 

প্রথমে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত কিংবা গ্রুপ চ্যাট ওপেন করুন।
এবার সার্চ উইনডোতে গিয়ে ক্যালেন্ডারের আইকনে টাচ করুন।
এবার যে তারিখের মেসেজ পড়তে চান, সেই তারিখটি বেছে নিন।
স্ক্রল ব্যাক করলেই একলাফে সেই দিনের মেসেজে পৌঁছে যাবেন।
সেই গ্রুপ বা ব্যক্তির থেকে প্রথম যে মেসেজ এসেছিল, সেখানেও পৌঁছে যেতে পারবেন অনায়াসে।
তবে এখনই প্রত্যেক ইউজার এই ফিচারটি দেখতে পাবেন না। সকলের জন্য এই পরিষেবা শীঘ্রই চালু করবে হোয়াটসঅ্যাপ। ফলে পরবর্তীতে এই অ্যাপটি আপডেট করে ফিচরাটি ব্যবহার করা যাবে।

এসপি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়