আমরা সাধারণত চুল পাকা মানেই বার্ধক্য বা দুশ্চিন্তার ফল বলে মনে করি। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, চুল পাকা আসলে শরীরের ক্যান্সার প্রতিরোধ ব্যবস্থারই এক প্রাকৃতিক লক্ষণ!
গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, আমাদের চুলের ফলিকলে থাকা কিছু কোষ (সেল) যখন ক্ষতিগ্রস্ত হয় বা ক্যান্সার হওয়ার ঝুঁকিতে পড়ে, তখন শরীর সেই কোষগুলোকে নিজেই ধ্বংস করে ফেলে। এটি এক ধরনের “সেল প্রোটেকশন প্রসেস”—যার লক্ষ্য শরীরকে ম্যালিগন্যান্সি বা ক্যান্সার থেকে রক্ষা করা।
তবে এই প্রতিরোধ প্রক্রিয়ায় এক পার্শ্বপ্রতিক্রিয়া ঘটে—যে কোষগুলো চুলের রং তৈরি করে (পিগমেন্ট উৎপাদক সেল), সেগুলিও ধ্বংস হয়ে যায়। ফলে চুল হারায় তার প্রাকৃতিক রং এবং হয়ে যায় ধূসর বা সাদা।
গবেষকদের মতে, এটি একপ্রকার “দ্বিমুখী প্রতিক্রিয়া” (trade-off) — একদিকে চুলের রং হারানো, অন্যদিকে শরীরের বিপজ্জনক কোষ ধ্বংস করে নিজেকে সুরক্ষিত রাখা।
অর্থাৎ, চুল পাকা মানেই শরীর কাজ করছে—নিজেকে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করার জন্য!
তাই পরের বার আয়নায় সাদা চুল দেখলে ভয় নয়, একটু গর্বও করতে পারেন—এটা হতে পারে আপনার শরীরের এক প্রাকৃতিক আত্মরক্ষার সংকেত!
সূত্র: জনকণ্ঠ