অনেকে লক্ষ্য করেছেন, মোবাইল ডাটা ব্যবহার করার সময় কল এলে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজের সময় এটি বিরক্তিকর হয়ে ওঠে। তবে ফোনের একটি সহজ সেটিংস চালু করলেই এই সমস্যার সমাধান সম্ভব।
মোবাইলে VoLTE (Voice over LTE) ফিচার চালু থাকলে কলের সময়ও মোবাইল ইন্টারনেট চালু থাকে। প্রায় সব আধুনিক স্মার্টফোনে এই সুবিধা রয়েছে। যারা Samsung বা OnePlus ফোন ব্যবহার করেন, তাদের জন্য VoLTE চালু করার পদ্ধতি হলো:
এরপর মোবাইল ডাটা চালু রেখে কল করলে ইন্টারনেট বন্ধ হবে না। কলের সময়ও ফেসবুক, গুগল বা অন্যান্য অ্যাপ ব্যবহার করা সম্ভব হবে।
যদি OnePlus বা অন্যান্য ফোনে VoLTE অপশন সরাসরি না দেখায়, তাহলে ব্যবহার করা সিমের মোবাইল অপারেটরের হেল্পলাইনে কল করে VoLTE সার্ভিস চালু করতে হবে। যেমন, Airtel সিম ব্যবহার করলে Airtel হেল্পলাইনে ফোন করে VoLTE অন করা যাবে। একবার সক্রিয় হলে কলের সময় ডাটা বন্ধ হওয়ার ঝামেলা থাকবে না।