শিরোনাম
◈ ককটেল বিস্ফোরণের মামলা: মির্জা ফখরুল, আব্বাসসহ ৬৫ জনের অব্যাহতি ◈ শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি, যা বললেন তিনি (ভিডিও) ◈ নতুন নির্দেশনা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে  ◈ 'তুমি আমার কেমন বাবা যে নিজের সন্তানকে একটু জড়ায়ে ধরতেও পারো না' ◈ একুশে আগস্ট গ্রেনেড হামলা: রাষ্ট্রপক্ষের আপিলের রায় ৪ সেপ্টেম্বর ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা, পরিস্থিতি থমথমে (ভিডিও) ◈ আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: ১৬ জনের বিচার শুরুর আদেশ, রাজসাক্ষী হতে চান সাবেক এসআই ◈ ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন ◈ বাংলাদেশের জন্য যে কারণে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে চীনের কুনমিং শহর ◈ এবার জুয়া কাণ্ড নিয়ে যা বললেন অপু বিশ্বাস!

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ১২:৪৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশে যাচ্ছে ইরানের জাফর ও পায়া উপগ্রহ

ইরানের তৈরি জাফর এবং পায়া উপগ্রহ এই শরতে রাশিয়ার সয়ুজ রকেটে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে দেশটির মহাকাশ সংস্থা। অন্যদিকে চাবাহার মহাকাশ বন্দরের কাজও এগিয়ে চলেছে বলে জানানো হয়েছে।

ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে বার্তা সংস্থা তাসনিমকে বলেছেন, দুটি দূর-সংবেদনশীল উপগ্রহ জাফর এবং পায়া গত বছর উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয়েছিল। এই শরতে রাশিয়ার সয়ুজ রকেটের মাধ্যমে এগুলি কক্ষপথে পাঠানো হবে। তিনি আরও বলেন, একটি অভ্যন্তরীণ উৎক্ষেপণের বিকল্প এখনও পর্যালোচনাধীন রয়েছে।

ইরানি ১৪০২ সালে উপগ্রহগুলি উন্মোচিত হয় এবং ১৪০৩ সালে একটি বিদেশী লঞ্চারে উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু রাশিয়ান পক্ষ থেকে বিলম্বের কারণে সময়সীমা পিছিয়ে দেওয়া হয়।

সালারিয়ে আরও বলেন, চাবাহার মহাকাশ বন্দরের প্রথম পর্যায় তথা কঠিন জ্বালানী উৎক্ষেপকের জন্য ডিজাইন বছরের শেষ নাগাদ কার্যকর হবে। যার মধ্যে একটি লঞ্চ প্যাড, কমান্ড সেন্টার, টেলিমেট্রি সিস্টেম এবং বিদ্যুৎ ও রাস্তার মতো অবকাঠামো অন্তর্ভুক্ত থাকবে। পরীক্ষা সমাপ্তির পর প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে। মাঝারি শ্রেণির তরল জ্বালানি উৎক্ষেপকগুলির উপর আলোকপাত করে দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজ এই বছর শুরু হবে।

তিনি আরও বলেন, নাহিদ-২ যোগাযোগ উপগ্রহের দ্বিতীয় পরীক্ষামূলক মডেলটিও এই বছর দেশীয় সিমোর্গ লঞ্চারে উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। সূত্র: মেহর নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়