শিরোনাম

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ০৮:৫৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ১১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাদু দেখিয়ে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়া ‘জাদুকর’ আটক

যশোরে জাদু দেখিয়ে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২ ভরি ১৩ আনা সোনার গহনা উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ।

উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে রয়েছে ১৯টি আংটি, ৬ জোড়া কানের দুল, একটি দড়ি চেইন, দুটি কমল চেইন, দুটি পাক চেইন ও একটি টিকলি। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার উত্তর আরশ নগরের নফল আলীর ছেলে আসাদুল শেখ ওরফে রাজু, যিনি যশোর সদর উপজেলার সাখারীগাতি গ্রামে ভাড়া থাকেন এবং একই এলাকার আব্দুল গফ্ফারের ছেলে খাইরুল ইসলাম, যিনি রূপদিয়া বাজারের মামনি জুয়েলার্সের মালিক। এ ঘটনায় সদর উপজেলার নরেন্দ্রপুর পূর্বপাড়ার মৃত মানিক দাসের স্ত্রী গোলাপী রানি দত্ত বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।

জেলা ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঁঞা বলেন, গোলাপী রানীর সঙ্গে মোবাইল ফোনে রাজুর পরিচয় হয়। একপর্যায়ে তাকে ‘ধর্ম বোন’ পাতিয়ে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। পরে দাবি করেন, তিনি জাদুবিদ্যা জানেন। কাগজ থেকে টাকা বানানো এবং সোনা থেকে সোনা বহুগুণে বাড়িয়ে দেওয়া তার পক্ষে সম্ভব। গত ১ আগস্ট রূপদিয়া রেলস্টেশনের পাশে দেখা করার সময় রাজু প্রাথমিকভাবে এক জোড়া দুল নিয়ে ‘জাদু’ দেখিয়ে বেশি স্বর্ণ দেখিয়ে ফেরত দেন। এতে লোভে পড়ে ৩ আগস্ট একই স্থানে গোলাপী রানি ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার তার হাতে তুলে দেন। এরপর রাজু কৌশলে সেগুলো নিয়ে পালিয়ে যান। বিভিন্নস্থানে খোঁজ করেও রাজুর সন্ধান পাননি গোলাপী। শেষমেষ বুধবার রাতে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ।

বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দ্রুত অভিযান শুরু করা হয়। এসআই অলোক কুমার দে মাঠে নামেন। মামলার মাত্র দুই ঘণ্টার মধ্যেই বুধবার রাত সাড়ে ৯টার দিকে নরেন্দ্রপুর এলাকা থেকে মূল হোতা রাজুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপদিয়া বাজার থেকে তার সহযোগী খাইরুল ইসলামকেও আটক করা হয়। তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হলে রাজু ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন। উৎস: ঢাকা পোষ্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়