শিরোনাম
◈ মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক ◈ ডাকসু নির্বাচন: থাকছে না বয়সের বাধা, যে পরিকল্পনায় এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো, প্রার্থী হিসেবে আলোচনায় যাঁরা ◈ অন-অ্যারাইভাল ভিসার অপব্যবহারে বাড়ছে মানবপাচার, নতুন ফাঁদে বাংলাদেশিরা! ◈ জুলাই অভ্যুত্থানের নামে চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগ, কীভাবে এই পরিস্থিতি তৈরি হলো? ◈ ক্রিকেটার সোহা‌নের অ‌ভি‌যোগ, কোচ হাথুরুসিংহেকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করতে পারতেন না ◈ আগামী বছর মা‌র্চে আর্জেন্টিনা-স্পেন মহারণ ◈ আলোচনার প্রথম দিন: ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধিদল মার্কিন পাল্টা শুল্ক কমাতে সবুজ সংকেত  ◈ জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল? ◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৩:০৯ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুখবর আইফোন ব্যবহারকারীদের জন্য

আইফোন ব্যবহারকারীদের জন্য গুগল ক্রোমে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা। যারা আইফোনে গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তাদের জন্য এবার এক ক্লিকেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যাওয়া সম্ভব হবে। ফলে ব্যক্তিগত ও অফিসিয়াল- দুই ধরনের অ্যাকাউন্ট ব্যবস্থাপনা আগের চেয়ে আরও সহজ হয়ে উঠবে।

আগে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারে বারবার সাইন ইন ও সাইন আউট করতে হতো। এখন সেই ঝামেলা থাকছে না। গুগলের আপডেটকৃত ক্রোম ব্রাউজারে সহজেই এক অ্যাকাউন্ট থেকে অন্যটিতে সুইচ করা যাবে এবং প্রতিটি অ্যাকাউন্টের ট্যাব, ব্রাউজিং ইতিহাস, পাসওয়ার্ড ও বুকমার্ক আলাদাভাবে সংরক্ষিত থাকবে। এর ফলে ব্যক্তিগত ও পেশাগত তথ্য গুলিয়ে ফেলার ঝুঁকি কমে যাবে এবং নিরাপত্তাও নিশ্চিত হবে।

গুগল জানিয়েছে, যখন ব্যবহারকারী প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে প্রবেশ করবেন, তখন তা স্পষ্টভাবে জানিয়ে দেবে ক্রোম। এতে করে ব্যবহারকারী বুঝতে পারবেন তিনি একটি নিয়ন্ত্রিত পরিবেশে আছেন, যেখানে তথ্য ও নিরাপত্তা নিয়ম ভিন্নভাবে প্রয়োগ করা হয়।

তবে আপাতত এই সুবিধা কেবল ম্যানেজড বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রিত অ্যাকাউন্টের জন্য চালু হয়েছে। ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এখনই এই ফিচার ব্যবহার করতে পারবেন না। প্রথমবার ম্যানেজড অ্যাকাউন্টে সাইন ইন করার সময় একটি অনবোর্ডিং স্ক্রিনে ব্যবহারকারীকে জানানো হবে কীভাবে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য আলাদাভাবে সংরক্ষিত হয়। সূত্র : টেকলুসিভ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়