শিরোনাম
◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০৫:১২ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুখবর ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য, কলরেট আগের মতো

শতাধিক পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করেছিল জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। তবে সমালোচনার মুখে কয়েকটি পণ্যের ভ্যাট প্রত্যাহার ও কমিয়েছে। আজ বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে ওষুধ, মোবাইল সেবা, রেস্তোরাঁ ও ওয়ার্কশপ খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও কমিয়েছে এনবিআর।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টক টাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছিল।

এই সম্পূরক শুল্ক হার এখন আগের জায়গায় ফেরত নেওয়া হয়েছে। অন্যদিকে ইন্টারনেট সংস্থার (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহার করা হয়েছে।
গত ৯ জানুয়ারি মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে ৩ শতাংশ বাড়িয়ে ২৩ শতাংশ করে এনবিআর। এতে ১০০ টাকা মোবাইল রিচার্জে গ্রাহককে ৫৬ টাকার বেশি কর দিতে হতো।

এ ছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল।

 এর পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। মোবাইল সেবা ও ইন্টারনেটে ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় একাধিক সংগঠন।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেছিলেন, ‘শুল্ক বাড়ানোর উদ্যোগে মানুষ মোবাইলে কথা বলা কমাতে পারে। এতে রাজস্ব আরো কমে যেতে পারে।’

মোবাইল সেবা ছাড়াও রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ৫ শতাংশ ভ্যাট পুনর্বহাল করা হয়েছে। এই খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ২.৪ শতাংশ বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছিল। এখন বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়