শিমুল চৌধুরী ধ্রুব: [২] আপনজন মারা গেলে কম-বেশি প্রায় সবাই কাঁদেন। কিন্তু ভারতের রাজস্থানে এক সম্প্রদায় রয়েছে যারা টাকার বিনিময়ে কাঁদেন। পেশাদার কাঁদুনে এই সম্প্রদায়ের নাম ‘রুদালি’। বহুকাল ধরেই এই সম্প্রদায়ের নারীদের একমাত্র পেশা এটি। যারা নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে মৃত ব্যক্তির জন্য আয়োজন করে কান্না করেন। সূত্র: এনডিটিভি, সম্পাদনা: তারিক আল বান্না
এসসিডি/টিএবি/এনএইচ
আপনার মতামত লিখুন :