রাশিদুল ইসলাম: [২] দুবাই পুলিশ একজন বেপরোয়া মোটরসাইকেল চালকের বিরুদ্ধে ২৮০ কিলোমিটার বেগে বাইক চালানোর জন্যে ৫০ হাজার দিরহাম জরিমানা করেছে। একই সঙ্গে তার বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। গালফ নিউজ
[৩] সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে যুবকটিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে এবং এক চাকায় বিপজ্জনক স্টান্ট করতে দেখা যায়। দুবাই পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে মোটরসাইকেলটি জব্দ করে।
[৪] দুবাই পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট অফ ট্রাফিকের ডিরেক্টর মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই বলেছেন যে ট্র্যাফিক টহল ভিডিওতে প্রদর্শিত মোটরসাইকেল আরোহীকে সফলভাবে সনাক্ত করেছে এবং গ্রেপ্তার করেছে।
[৫] তার বিরুদ্ধে উচ্চ গতিতে গাড়ি চালানো ছাড়াও বিশৃঙ্খল আচরণে জড়িত এবং বিপজ্জনক স্টান্ট করার জন্য, তার পাশাপাশি অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের নিরাপত্তাকে বিপন্ন করার অভিযোগ আনা হয়। জিজ্ঞাসাবাদে আরোহী একাধিকবার এ ধরনের অপকর্ম করার কথা স্বীকার করেছে।
[৬] তিনি বলেন, এই ধরনের আচরণে জড়িত ব্যক্তিদের ৮০ শতাংশেরও বেশি গুরুতর দুর্ঘটনায় জড়িত হয়ে পড়ে যার ফলে তাদের মৃত্যু বা গুরুতর আহত হতে হয়।