শিরোনাম
◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ ◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ০৯:১১ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিমি’র আদলে বিমান নামলো কলকাতা বিমানবন্দরে

ডেস্ক রিপোর্ট : গোটা বিশ্বেই বিভিন্ন আকারের এবং বিভিন্ন আয়তনের বিমান দেখতে পাওয়া যায়-যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু তিমির মতো বিশাল সামুদ্রিক প্রাণীর আদলে তৈরি এক বিমান সব কিছুকেই ছাপিয়ে গেছে। তিমির মুখের মতই বিমানের সামনের দিকটা সরু এবং পেটটাও যথারীতি ফোলা। স্বভাবতই তিমির আদলেই তৈরি করা বিশালাকার এই বিমান ‘বেলুগা’র রূপও নজর কেড়েছে যাত্রীদের।

রবিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ‘বেলুগা’কে দেখতে ছিল উৎসুক মানুষের হুড়োহুড়ি। এভিয়েশন নিউজ

বেলুগা নামে এক প্রজাতির তিমির আদলেই তৈরি করা হয়েছে এর বিমানটি। এটি মূলত দেশ-বিদেশের মালপত্র পরিবহনের জন্য ব্যবহৃত হয়। অন্য মালবাহী বিমানের চেয়ে আকারে এটি অনেকটাই বড়।

ইউরোপ এবং পশ্চিম দুনিয়ায় বেলুগার নিয়মিত যাতায়াত থাকলেও ভারতে নেই। বেলুগা যখন আকাশে ওড়ে দেখে মনে হয় একটা আস্ত তিমি উড়ছে। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ এই বিমানটি কলকাতা বিমানবন্দরের নামে।

উদ্দেশ্য জ্বালানি সরবরাহ করা এবং বিমান কর্মীদের বিশ্রাম। রবিবার সারাদিন কলকাতা বিমানবন্দরেই ছিল এই বেলুগা।

এদিন বিমানবন্দরের কর্মীদের পাশাপাশি যাত্রীরা সারাদিন অভিনব এই বিমান দেখার সুযোগ পান। তাদের অনেকেই কেউ বিমানটির ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন, কেউ আবার সেলফিও তুলেছেন।

জানা গেছে, বিশেষ কারণে আহমেদাবাদ থেকে কলকাতায় আসে এই বিমানটি। শনিবার দিবাগত রাত ১২.৩০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে ‌‘আকাশ তিমি’। পরে রাত নয়টা নাগাদ থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেয়।

কলকাতা বিমানবন্দরের তরফেও টুইট করে বেলুগার কথা জানানো হয়। সেখানে লেখা হয় ‘বলুন তো কে এসেছে! এটা তিমি মাছ! পৃথিবীর বৃহত্তম বিমানগুলির মধ্যে অন্যতম বেলুগা। কর্মীদের বিশ্রাম এবং জ্বালানির সরবরাহের জন্য কলকাতা বিমানবন্দরে নেমেছে’।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়